অনলাইন ডেস্ক::
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, অভিবাসীদের উন্নয়নে কাজ করবে ডেমোক্র্যাট সরকার।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে কড়া নিরাপত্তার মধ্যেই ক্যাপিটল হিলের পাশের রাস্তায় হাজার হাজার উৎসুক জনতা সমর্থন জানাতে জড়ো হন বাইডেন-কামালাকে। যখন তারা শপথ নিচ্ছিলেন রাস্তায় দাঁড়িয়ে সবাই সেই শপথ অনুষ্ঠানের সাক্ষী হন।
যুক্তরাষ্ট্র তাদের হাত ধরে গণতন্ত্রের সঠিক ধরায় ফিরলো এমন মন্তব্য মার্কিনীদের। প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত শান্তিপূর্ণ ক্ষমতার এই পালা বদলে।
প্রবাসীরা বলেন, অনেক দূর থেকে এসেছি আমরা বাইডেনের শপথগ্রহণ দেখতে। আমরা এখন একটা নতুন দিনের প্রত্যাশা করছি। গণতন্ত্রের জয় দেখতে আমরা এখানে এসেছি।
শপথ গ্রহণ ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। বাইডেনের ভক্তদের ভিড়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দেখা মেলেনি।