মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১
শিরোনাম :
বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান।

টেস্ট ইতিহাসে মুমিনুলের অনন্য অর্জন

অনলাইন ডেস্ক::

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুল হক মানেই যেন সেঞ্চুরি! এবার সপ্তমবারের মতো এই মাঠে সেঞ্চুরি উপহার দিলেন বাংলাদেশ অধিনায়ক। এক মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের তালিকায় নাম লেখালেন এই বাঁহাতি। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম ৩ হাজার রানের ক্লাবে নাম লেখালেন তিনি। আর বাংলাদেশের হয়ে তামিমের করা সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডটাও ভেঙেছেন টাইগার টেস্ট অধিনায়ক। এক নজরে দেখে নেওয়া যাক মুমিনুলের রেকর্ডগুলো-

বাংলাদেশের হয়ে দ্রুততম ৩ হাজারি ক্লাবে মুমিনুল: 

এই রান করতে মুমিনুল হককে খেলতে হয়েছে ৭৬ ইনিংস। সমান সংখ্যক ইনিংস খেলেছেন তামিম ইকবালও। তিন হাজারি ক্লাবে নাম লেখাতে ৮৫ ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। মুশফিকের লেগেছে ৯৫ ইনিংস আর হাবিবুল বাশার এই রান করতে খেলেছেন ৯৭ ইনিংস।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি: 

তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুমিনুল। তার নামের পাশে সর্বোচ্চ ১০টি শতক। তামিমের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৯টি। এরপরই আছেন মুশফিকুর রহিম। তার সেঞ্চুরির সংখ্যা ৭টি। যার জন্য তাকে খেলতে হয়েছে ১৩২টি ইনিংস। এই তালিকায় মুশির পরেই আছেন আশরাফুল। ১১৯ ইনিংসে তিনি করেছেন ৬টি সেঞ্চুরি। তালিকায় তারপরই আছেন সাকিব আল হাসান। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা ১০৬ ইনিংসে ৫টি।

টেস্ট ইতিহাসে এক মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি: 

টেস্ট ইতিহাসে এক মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন মুমিনুুল হক। ডন ব্র্যাডম্যান, সাঙ্গাকারা, ক্যালিসদের মতো তারকাদের পাশে নাম লিখিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এক মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকা দেখে নেওয়া যাক-

১১ – মাহেলা জয়াবর্ধনে (এসএসসি, কলম্বো, ৪২ ইনিংস)
০৯ – স্যার ডন ব্র্যাডম্যান (অ্যাডিলেড ওভাল, ১৭ ইনিংস)
০৯ – জ্যাক ক্যালিস (নিউল্যান্ডস, কেপ টাউন , ৩৫ ইনিংস)
০৮ – কুমার সাঙ্গাকারা (এসএসসি, কলম্বো, ৩৪ ইনিংস)
০৭ – মাইকেল ক্লার্ক (অ্যাডিলেড ওভাল, ১৭ ইনিংস)
০৭ – কুমার সাঙ্গাকারা (গল আন্তর্জাতিক স্টেডিয়াম, ৩৯ ইনিংস)
০৭ – মাহেলা জয়াবর্ধনে (গল আন্তর্জাতিক স্টেডিয়াম, ৩৪ ইনিংস)
০৭ – মুমিনুল হক (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম, ১৯ ইনিংস)

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা