বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:১০
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাবিতে প্রশাসনের আশ্বাসে দিনের কর্মসূচি স্থগিত

অনলাইন ডেস্ক::

‘পরীক্ষা নিন, নয়তো বিষ দিন’- আটকে থাকা পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে এমনটি বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে চলমান পরীক্ষায় নেওয়ার দাবি জানানো হয়। এসময় শিক্ষার্থীরা হল বন্ধ রেখে হলেও পরীক্ষা নেওয়ার দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে দিনের কর্মসূচি স্থগিত করেন তারা।

এ সময় গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামিরা খাতুন বলেন, ‘আমাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেও ব্যবহারিক পরীক্ষা শেষ হয়নি। এতে আমরা যারা মেস নিয়ে পরীক্ষা দিতে এসেছি তাদের জন্য ভোগান্তি বেড়েছে। আমরা অর্থনৈতিক ও মানসিক ভাবেও ভেঙে পড়ছি।’

ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তমালিকা হক বলেন, ‘আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ২০১৯ সালে। কিন্তু এখনও সেই পরীক্ষা নেওয়া হয়নি। মাঝখানে পরীক্ষার তারিখ ঘোষণা দেওয়াতে আশার আলো দেখেছিলাম, ঠিক তখনই সব থমকে গেলো।’ আমাদের দু’টো পরীক্ষা হয়েছে, বাকি ছিল আর একটা। পরীক্ষা শেষ না হওয়াতে এটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ সুমন বলেন, আমাদের হল খোলা নিয়ে কোনও দাবি নেই। আমরা মেসে থেকেই এতোদিন পরীক্ষা দিচ্ছিলাম; বাকিগুলোও দেবো। তবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

এদিকে, প্রায় আধা ঘণ্টা আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। এ সময় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা না হলে আগামী রোববার ফের আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন বিভাগের সকল বর্ষের পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মন্ত্রণালয়ের নির্দেশনার পর সব বিভাগের পরীক্ষা স্থগিত হচ্ছে।

ওয়াসিফ/

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা