মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০৪
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম উদ্দিনের বাড়িতে চুড়ি

দপদপিয়া প্রতিনিধি : শিপিং লাইনস অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক, এফবিসিসিআই’র পরিচালক ও বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি নিজাম উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার নলছিটি দপদপিয়ায় বাসায় চোরেরা ছাদের দড়জা ভেঙ্গে বাসায় প্রবেশ করে চুরি সংঘটিত করে। চোরেরা বাসায় থাকা নগদ ১ লাখ ১৭ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণাংলকারসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে লুটপাট চালায়।
ঘটনার পরদিন সকালে ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ সময় নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান দ্রুততার সাথে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীক প্রয়োজন ও ছেলেমেয়েদের পড়াশুনার জন্য নিজাম উদ্দিন ও তার পরিবার ঢাকায় বসবাস করেন। ঢাকা থেকে এসে তারা ওই বাসায় থাকেন। এদিকে নিজাম উদ্দিনের বাসায় চুরি হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বাসায় কেউ না থাকার সুবাদে চোরেরা এ সুযোগটি কাজে লাগিয়েছে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন অনেকে। কারন চোরের পূর্ব থেকেই জানত বাসায় কেউ থাকে না।

এলাবাসীরা জানান, নিজাম উদ্দিন এলাকায় একজন সন্মানিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকার প্রতিটি মানুষ সুখে-দুঃখে তাকে পাশে পান। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন মসজিদ-মাদরাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এলাকার কিছু কু-চক্রী মহল তার এমন উন্নয়নমূলক কর্মকান্ড মেনে নিতে না পেরে তার ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে।

এছাড়া ২০১৭ সালে নিজাম শিপিং লাইনস’র অ্যাডভেঞ্চার-৬ লঞ্চে যে আগুনের ঘটনা ঘটেছে তাও এই কুচক্রি মহলের বলে দাবি অনেকের। এরই ধারাবাহিকতাই এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নিজাম উদ্দিনের বাসায় চুরি হওয়া কিছুতেই এলাকাবাসী মেনে নিতে পারছে না। তারা অতি দ্রুত চোরদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানান।
অপরদিকে ঘটনা শুনে বুধবার নিজাম উদ্দিন নলছিটির বাসায় আসেন। বাসায় এসে দুর্ধর্ষ চুরির ঘটনা দেখে তিনিও হতবাক হয়ে যান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা