মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪৯
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

অনলাইন ডেস্ক::

শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। করোনা সংক্রমণের কারণে পরীক্ষা না নিতে পারায় শিক্ষার্থীদের এ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

গত বছরের মতো এ বছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আগামী শনিবার (২০ মার্চ) থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ অ্যাসাইনমেন্টের মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। এ জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মাউশি সূত্র জানান গেছে, গত বছরের মতো প্রতি সপ্তাহে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেওয়া হবে। আবার প্রতি সপ্তাহে মাউশি থেকে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেওয়া হবে প্রকাশ করা হবে।

শিক্ষা অধিদফতর জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে।

মাউশি থেকে বলা হয়েছে, অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে স্কুলগুলোকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে। এ ছাড়া কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

আগামী শনিবার (২০ মার্চ)  থেকে অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেওয়ার কাজ শুরু করতে হবে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না।

মাউশি থেকে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলো ‘অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন’ এসব শব্দগুলোর মাধ্যমে মূল্যায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলোতে সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ মাউশি থেকে কঠোর নির্দেশনার মাধ্যমে বলা হয়েছে, শিক্ষার্থীরা যেন কোনোভাবেই নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট না করে। যদি তারা নোট বা গাইড দেখে অ্যাসাইনমেন্ট করে তাহলে তা বাতিল করা হবে। সেক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা