মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:০৯
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

১৩ দিন পর বাড়ি ফিরে দেখেন কিছুই নেই

অনলাইন ডেস্ক::

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আজ দ্বিতীয় দিন। সংঘাতের ১১ দিন পর (২০ মে) তারা যুদ্ধবিরতির ঘোষণা করে। এরই মধ্যে হাজারো উদ্বাস্তু ফিলিস্তিনি বাড়ি ফিরেছেন। ১৩ দিন পর আশ্রয়কেন্দ্র থেকে ফিরে অনেকের কপালে হাত পড়েছে। কারণ তারা যেখানে থাকত তার আর কিছুই অবশিষ্ট নেই। বোমায় তছনছ হয়েছে তাদের ঘরবাড়ি।

শুক্রবার (২১ মে) ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্প, বিদ্যুৎ ও কৃষি খাতের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ফিরিয়ে আনতে ১০ কোটি মিলিয়ন ডলার খরচ হবে। অনেক এলাকায় পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।

শনিবার (২২ মে) সকালে ফিলিস্তিনিদের খোলা আকাশের নিচে, রাস্তার পাশে থাকতে দেখা গেছে।

গাজার ১৩ হাসপাতালে অনেক রোগীর ভিড়। তার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত নেই।

এরই মধ্যে গাজায় ত্রাণের চালান ঢুকেছে। ত্রাণের ট্রাকে খাবার, পানি ও জ্বালানি রয়েছে। জাতিসংঘের দ্রুত সাড়াদান তহবিল বলছে, প্রায় দুই কোটি ডলার মানবিক সহায়তা ফিলিস্তিনিদের জন্য সরবরাহের প্রচেষ্টা রয়েছে।

ফিলিস্তিনে এক হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ৭০০ বাড়ি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে আর ১৪ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি মাসে শেখ জারাহ দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। তারপর শুরু হয় ইসরায়েলের ওপর দমন-পীড়ন। অনেকে এলাকা ছাড়েন। অনেকের নামেই মামলা হয়, যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে।

১১ দিন ধরে সংঘাত চলার পর ২০ মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা