স্টাফ রিপোর্ট: বর্তমান আওয়ামী লীগ সরকার বিনা দোষে মিথ্যে মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছেন। দীর্ঘদিন কারাগারে থাকায় এদেশের মানুষ এখন অবিলম্বে বেগম জিয়ার মুক্তি চায়। তাই ঘরে বসে না থেকে জোড়ালো আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, এখন ঘুরে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নতুন আন্দোলনের সূচনা বরিশাল থেকেই শুরু করতে হবে।
আজ বৃহঃস্পতিবার বিকেল ৩টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সমাবেশ প্রতিথির অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখর“ল ইসলাম আলমগীর এসব বলেন।
তিনি বলেন, এরশাদ সরকারের আমলে এদেশের গণতন্ত্র নষ্ট করা হয়েছে। সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠ করেছি। আজ আওয়ামী লীগ তাদের পাশেই রয়েছে।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মহাসচিব বলেন, আজ সারাদেশে ধর্ষণ বেড়েই বলছে, ছোট্ট শিশু থেকে শুরু করে বয়ষ্ক মহিলারাও ধর্ষনের হাত থেকে রক্ষা পাচ্ছে না। একই সাথে খুম-খুন হত্যাও বেড়েই চলছে। মানুষ আজ আওয়ামী সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি আরো বলেন, বাজেটে জনগণের পকেট কাটা ছাড়া আর কিছুই নেই। যেখানে কৃষকেরা ধানের মূল্য পায় না, অথচ সরকারি কর্মকর্তাদের বেতন দিন দিন বেড়ে যাচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক হুইপ অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মেজর অব. শাহজাহান ওমর বীরউত্তম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ-বীরবিক্রম, এয়ারভাইচ মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুছুর রহমান, মাহবুবুল হক নান্নু।