মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগদানকারী মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ হোসাইনী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, মুলাদী স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাকেশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিন, মুলাদী থানার এস আই উজ্জল, সহকারী শিক্ষা অফিসার আরিফ খান, সেবদ্যাচিলড্রেন কর্মকর্তা, এমটিইপিআই আল মামুন কবির, সিনিয়র নার্স হামিদা বেগম সহ সাংবাদিক বৃন্দ। এসময় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় ডাঃ সাইয়েদুর রহমান বলেন, আগামী ৫জুন থেকে ১৯জুন পর্যন্ত ২সপ্তাহ ভিটামিন এ প্লাস এর কর্ম দিবস পালন করা হবে।