বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫২
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে বিবিসিসিআই

অনলাইন ডেস্ক::

বাংলাদেশে প্রবাসী বিনিয়োগে বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)। সরকারের সহযোগিতা পেলে বিনিয়োগের হার বাড়বে বলে আশ্বাস। পাশাপাশি সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা জানালেন দূতাবাস।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নর্থ ওয়েষ্ট রিজিয়নের সদস্যরা বৃহস্পতিবার ম্যানচেষ্টার বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন। নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ব্যবসায়িক এই সংগঠনের কর্মপরিধি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য সঠিক তথ্য সার্বিক সহযোগিতা করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার মাহমুদা খানম বলেন, বাংলাদেশ এখন প্রবাসী বিনিয়োগের সবচেয়ে উত্তম সময়। সরকারও প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে নানা প্রণোদানা ও সহযোগিতা করে যাচ্ছেন।

আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন বিবিসিসিআই নর্থওয়েস্ট রিজিয়নের ভাইস প্রেসিডন্ট রুহুল আমীন চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি সৈয়দ ফয়সল আহমদ, হালিম চৌধুরী ও মাহিরুল ইসলাম।

মতবিনিময় শেষে বিবিসিসিআই’র পক্ষ থেকে হাইকমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা