মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ওমিক্রনরোধে ফাইজারের চেয়ে শক্তিশালী স্পুটনিক-ভি

অনলাইন ডেস্ক

রাশিয়ার স্পুটনিক-ভি টিকা নেওয়া লোকজনের ওমিক্রন নিঃশ্বেষের অ্যান্টিবডি ফাইজারের মতো দ্রুত গতিতে কমে যায় না। ডেল্টা ও ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় এই টিকার কার্যকারিতা অন্যদের চেয়ে বেশি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

একটি প্রাথমিক গবেষণার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন এমন তথ্য দিয়েছে। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের অর্থায়নে রাশিয়া-ইতালি যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডই স্পুটনিক-ভি টিকার উদ্ভাবক।

ভিন্ন ভিন্ন টিকা নেওয়া ব্যক্তিদের রক্তের সিরামের তুলনা করা হয়েছে গবেষণায়। ইতালির স্পালানজানি ইনস্টিটিউট ও মস্কোর গামালেয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণাটি পরিচালনা করেছেন।

তারা বলছেন, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর লোকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, যারা ফাইজারের টিকা নিয়েছেন, তাদের চেয়ে দুডোজ স্পুটনিক-ভি টিকা নেওয়া ব্যক্তিদের অ্যান্টিবডি অনেক বেশি ওমিক্রনপ্রতিরোধী।

স্পুটনিক-ভি টিকা নেওয়া ৫১ জন ও ফাইজারের টিকা নেওয়া ১৭ ব্যক্তি গবেষণায় অংশ নিয়েছেন। গেল ১৯ জানুয়ারি প্রাথমিক গবেষণাটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, তৃতীয় বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা আজ আবশ্যক বলেই মনে হচ্ছে। যারা স্পুটনিক-ভি টিকা নিয়েছেন, তাদের রক্তের সিরামে সুনির্দিষ্টভাবে ওমিক্রন নিঃশ্বেষ করার অ্যান্টিবডি ৭৪ দশমিক ২ শতাংশ শনাক্ত হয়েছে। কিন্তু ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ব্যক্তিদের তা ৫৬ দশমিক ৯ শতাংশ।

মস্কোর গামালেয়া ইনস্টিটিউটের প্রাথমিক গবেষণা বলছে, স্পুটনিক-ভি টিকার দুডোজ নেওয়ার পর স্পুটনিক লাইটের একটি বুস্টার নিলে তাতে ওমিক্রনের বিরুদ্ধে জোরালো সুরক্ষাবলয় তৈরি করতে পারে।

এক বিবৃতিতে আরডিআইএফের প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, ভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। ডেল্টা ও ওমিক্রনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্পুটনিক লাইট জোরালো কার্যকারিতা তৈরি করতে পারে।

পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনার ভয়াল প্রকোপের জন্য ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। যদিও ধরনটি কেবল রাশিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা