বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে অভিযোগ-পাল্টা অভিযোগে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

অনলাইন ডেস্ক::

দিন যতই ঘনিয়ে আসছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই জমে উঠেছে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা। একদিকে, পুলিশের মদদে বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। অন্যদিকে, পরিবেশ অস্থিতিশীল করতেই নির্বাচনী ক্যাম্পে বিএনপি নেতাকর্মীরা ভাংচুর করেছে বলে দাবি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আট দফা দাবি পেশ করেন বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এরপর তিনি নগরীর এনায়েত বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম ও বাকলিয়া থানার এস আই জামানকে অপসারণের দাবি করেন বিএনপির মেয়র প্রার্থী।

বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, যদি কোনো পুলিশ অফিসার বলে এতো রাত পর্যন্ত তারা এখানে কি করছে বা অনুসন্ধান না করেই বলে তারা গুলি মেরেছে, এতে তো বোঝাই যায় তারা পক্ষপাতিত্ব করছে।

কৃষকলীগের সাথে মতবিনিময় সভার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন আত্তয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে বহদ্দারহাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। বিএনপি নেতাকর্মীরা বুধবার রাতে নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে বলে অভিযোগ আওয়ামী লীগের মেয়র প্রার্থীর।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ওরা (বিএনপি) চাচ্ছে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যে। এর দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাবে না। তারা জনবিচ্ছিন্ন একটা দল।

এদিকে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান। তিনি বলেন, নির্বাচন কমিশন শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্যে যা যা করা প্রয়োজন, সেটা করা হবে।

নির্বাচনী প্রচারণা শেষে বুধবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাবেয়া রহমান লেইন এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা