মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৬
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

বরিশালে বিবাহিতদের হাতে কমিটি দেয়ায় ছাত্রদলের ১২ সদস্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক::

যোগ্য ও ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়ন না করে অছাত্র ও বিবাহিতদের হাতে কমিটির নেতৃত্ব দেয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ১২ সদস্য পদত্যাগ করেছেন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে বিএম কলেজ ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তারা তাদের পদত্যাগপত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় টিম প্রধান বরাবর প্রেরণ করেছেন।

পদত্যাগকারীরা হলো ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. খালেদ হোসেন বাবর, মো. ইলিয়াস হোসেন, এস.এম শামীম রেজা শুভ, মো. আশিকুল ইসলাম শাহীন ও নাহিদ সরোয়ার এবং সদস্য মো. আরিফুর রহমান, সিরাজুল ইসলাম রাতুল, নুরুল্লাহ মোমিন, জহির রায়হান, মাহমুদুল হাসান রাসেল, মমি সিকদার ও রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ দিন পর বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। ছাত্রদলের আন্দোলন-সংগ্রাম ও দলের দুঃসময়ে রাজপথের কান্ডারীদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভূক্ত না করে সেখানে নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং বিএম কলেজের সাথে কোন সম্পৃক্ততা নেই এমন সব ছাত্রদের অন্তর্ভূক্ত করে একটি তথাকথিত কমিটি করা হয়েছে। তারা বিতর্কিত এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

এ সময় পদত্যাগকারী সকলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারী মাজাহারুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং সজল তালুকদারকে সদস্য সচিব করে বিএম কলেজ ছাত্রদলের ২১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা