বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২০
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

সাগরে নিম্নচাপ, কোথায় আঘাত হানবে ইয়াস?

অনলাইন ডেস্ক::

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। রোববার (২৩ মে) এটি আরও শক্তিসঞ্চয় করে পরদিন উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে। বুধবার সন্ধ্যায় উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।

শনিবার (২২ মে) বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে।

আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস কোথায় আছড়ে পড়বে, তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গেই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার শঙ্কা বেশি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে সন্ধ্যার দিকে ইয়াস পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল খুলনা অঞ্চলেও আঘাত হানতে পারে বলে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইয়াসের প্রকৃত অবস্থান এবং বাতাসে ঘণ্টার গতিবেগ কেমন হবে, তা নিশ্চিত করা সম্ভব হবে।

আবহাওয়া অফিসের প্রাথমিক ধারণা, ইয়াস উপকূল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বেরিয়ে যাবে। এটির উৎপত্তিস্থল বাংলাদেশের উপকূল থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে।

এরই মধ্যে উপকূল অঞ্চলে ইয়াসের বিষয়ে সতর্কতা পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ মে নাগাদ এটি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।

শনিবার (২২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় এবং কুষ্টিয়া, কুমিল্লা অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে।

উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ২৫ মে থেকে শুরু হবে বৃষ্টি, বাতাস বইতে পারে ৭০ কিলোমিটার গতিবেগে। ২৬ মে থেকে শুরু হবে ভারী বৃষ্টি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা