বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬
শিরোনাম :

ফেসবুক লাইভে এসে কাঁদলেন হেলেনা জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক ::

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত শনিবার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিষ্কার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। এর একদিন পর ফেসবুক লাইভে আসেন তিনি। সোমবার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন হেলেনা জাহাঙ্গীর।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি সরকারের জন্য একটা চ্যানেল চালাচ্ছি। সেটা জয়যাত্রা টেলিভিশন। সেই চ্যানেল আমি ভতুর্কি দিয়ে চালাচ্ছি প্রায় চার বছর যাবৎ। আমি চ্যানেলের বাইরে কোনো কাজ করতে পারি না, এত মনোযোগ দিতে হয় আমাকে। ‘জয়যাত্রা ছোট হোক, চ্যানেল তো। আমি তো চালাচ্ছি সরকারের জন্য।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা