নিজস্ব প্রতিবেদক ::
বরিশালে ঝড় বৃষ্টি উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছে ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম’। বাড়ি বাড়ি গিয়ে সর্বত্র অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে যাচ্ছে তারা। পাশাপাশি রয়েছে তাদের ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস। করা হচ্ছে করোনা আক্রান্ত মৃত্যু ব্যক্তির গোসল দাফন-কাফনের ব্যবস্থা। করোনা মহামারীর এই সময় নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম’। নিজের সবটুকু বিলিয়ে দিচ্ছে করোনা রোগীদের সেবায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নির্দেশে চরমোনাই ভলান্টিয়ার সার্ভিসের মুখপাত্র আব্দুল্লাহ আল মামুন টিটুর নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক কর্মী দিন রাত ২৪ ঘণ্টা বাসায় বাসায় অক্সিজেন পৌঁছে দিচ্ছে। চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম যেখানেই খবর পাচ্ছে সেখানে গিয়ে মৃত ব্যক্তিদের গোসল করাচ্ছে ও দাফন কাফন করছে। এমনকি গতকাল ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তাদের মহিলা টিম ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার গোসল ও দাফন কাপন সম্পন্ন করে।