মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৩
শিরোনাম :

বরগুনায় ভারী বর্ষণে বিপর্যস্ত হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক::

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে তিন দিন ধরে অতিবর্ষণ আর ঝোড়ো বাতাসে দক্ষিণ উপকূলীয় জেলা বরগুনার জীবনযাত্রা থমকে গেছে। বরগুনা জেলায় অতিভারী বর্ষণে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বরগুনার হাজারো মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
ভারী বর্ষণের পাশাপাশি নদ-নদীতে বিপৎসীমার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ফলে এলাকায় অসংখ্য পুকুর, ঘের পানিতে ডুবে অনেক মাছ ভেসে গেছে। আউশখেত, আমনের বীজতলা পানিতে ডুবে গেছে।
ঝড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছপালা। বরগুনায় ঝড়ে গত মঙ্গলবার(২৭ জুলাই) রাতে থেকে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার(২৮ জুলাই) বিকেলে তা চালু হয়। এতে মুঠোফোনের নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কলাপাড়া আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অতিবর্ষণে বরগুনাসহ জেলার সবগুলো উপজেলায় অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বরগুনা সদর উপজেলার কয়েকজন মাছচাষিদের সাথে কথা বলে জানা যায়, অতিবর্ষনে তাদের পুকুর, ঘের পানিতে তলীয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা