শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৪
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুলাদীতে বিনা মূল্যে অক্সিজেন সার্ভিসের উদ্বোধন

বরিশালের মুলাদীতে বিনা মূল্যে অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার আলোকিত মুলাদীর কার্যালয়ে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। মুলাদী উপজেলায় করোনা মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সামাজিক সংগঠন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান হাওলাদার সাধারণ মানুষকে বিনা মূল্যে অক্সিজেন সেবা পৌছে দিতে এই উদ্যোগ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মুলাদীর উপজেলা সভাপতি দিদারুল আহসান খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী। অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, ডক্টর ডা. মোশাররফ হোসাইন ঝিলু। এসময় উপস্থিত ছিলেন আলোকিত মুলাদীর সদস্য মশিউর রহমান টিপু হাওলাদার, ছাত্রলীগ নেতা সিকদার শাওনসহ আলোকিত মুলাদীর স্বেচ্ছাসেবীবৃন্দ। আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান হাওলাদার জানান, প্রাথমিক পর্যায়ে ৪টি সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। ২/৩দিনের মধ্যে আরও ১০টি সিলিন্ডার যুক্ত করা হবে। উপজেলায় মানুষের প্রয়োজনে যতগুলো সিলি-ার লাগবে পর্যায়ক্রমে তার ব্যবস্থা করবে আলোকিত মুলাদী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা