বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৬
শিরোনাম :
জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

বিজলী ডেস্ক::

জাতীয় শোক দিবস ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সুরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নছা মুজিবসহ ১৯৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
প‌রে প্রেসি‌ডিয়াম সদস‌্য মুহাম্মদ ফারুক খান এম‌পির নেতৃ‌ত্বে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের প‌ক্ষে শ্রদ্ধা জানা‌নো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শাজাহান খান এম‌পি, আ ফ ম বাহাউদ্দিন না‌সিম, মির্জা আজম এম‌পি, এস এম কামাল হো‌সেন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান।
পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা