মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘৫ বছরেও ইলিশ রপ্তানির সম্ভাবনা নেই’

অনলাইন ডেস্ক::

আগামী ৫ বছরের মধ্যে বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে শনিবার (২৮) রাজধানীর রমনায় মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ইলিশ রক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জাটকা সংরক্ষণের সময়ে জেলেদের প্রণোদনা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বরফকল বন্ধ রাখা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম বলেন, ইলিশ হারিয়ে যায়নি। জলবায়ু ও নদীর গতি-প্রকৃতি পরিবর্তনের কারণে এবার কোনো কোনো নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না।
মুজিববর্ষে দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটজ’ ঘোষণা করা হয়েছে।

গত ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৯ হাজার মেট্রিক টন; সেখানে ২০১৯-২০ অর্থবছরে
তা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে।
মন্ত্রী বলেন, মৎস্য অধিদপ্তর সরকারের রাজস্ব বাজেটের আওতায় ২৪৬ দশমিক ২৭ কোটি টাকা অর্থায়নে চার বছর মেয়াদি যে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ হাতে নিয়েছে তার মাধ্যমে আইন বাস্তবায়ন, অভয়াশ্রম স্থাপন, ৩০ হাজার জেলে পরিবারের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং ১০ হাজার বৈধ জাল বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ইলিশ সম্পদের স্থায়ী উন্নয়নের জন্য দরিদ্র জেলেদের সঞ্চয়ী করে তোলা ও আপৎকালীন জীবিকা পরিচালনা এবং বিকল্প কর্মসংস্থানের সহায়ক তহবিল গঠনের লক্ষ্যে ৩ কোটি ৫০ লাখ টাকার ‘ইলিশ সংরক্ষণ ও উন্নয়ন তহবিল’ গঠন করা হয়েছে।
তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জাটকা রক্ষায় ফেব্রুয়ারি হতে মে পর্যন্ত পরিবারপ্রতি মাসিক ৪০ কেজি এবং ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য পরিবারপ্রতি ২০ কেজি হারে চাল প্রদান করা হয়েছে।

মন্ত্রী বলেন, এ ছাড়া ৬৫ দিন সামুদ্রিক মাছ ধরা নিষিদ্ধকালীন গত বছরের মতো এ বছরও দেশের ১৪টি জেলার ৬৮টি উপজেলার ২ লাখ ৯৯ হাজার ১৩৩টি জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে মোট ২৫ হাজার ৬ শত ৯৫ দশমিক ৩৭ মেট্রিক টন ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে জাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন মোট ৯ লাখ ২ হাজার ৩ শত ৩৮টি জেলে
পরিবারকে মোট ৬৬ হাজার ৭ শত ৯১ দশমিক ৭২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
শ ম রেজাউল আরও বলেন, করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় ৪ শতাংশ সুদে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় জুলাই ২০২১ পর্যন্ত মোট ৬ হাজার ৪ শত ৩৮ জন মৎস্যচাষিকে ১৫৩ দশমিক ৭২ কোটি টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প’ এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে করোনায় ক্ষতিগ্রস্ত ৭৭ হাজার ৮২৬ জন মৎস্যচাষিকে প্রায় ৯৯ কোটি ৭০ লাখ ২৭ হাজার টাকা সরাসরি মোবাইলের মাধ্যমে প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা