শেখর হালদার ::
‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় অশি^নী কুমার টাউন হলের সামনের সড়কে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিথুন সাহা, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মূখার্জী, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সনাক’র জেলা সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পূস্প চক্রবর্তী, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।