মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সৈয়দা ফাতেমা মমতাজ মলি বরিশালে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

বিশেষ প্রতিনিধি (আকাশ ইসলাম) ::

চলতি মাসেই সংসদে বসতে যাচ্ছেন আরও নতুন ৫০ এমপি। সংরক্ষিত নারী আসনে বসবেন তারা। এরমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের কোটায় (স্বতন্ত্রসহ) থাকছেন ৪৮ জন এমপি। ইতিমধ্যে দলীয় মনোনয়ন বিক্রি কার্যক্রম শেষ করেছেন আওয়ামী লীগ।

আর বরিশাল বিভাগ থেকে মোট ৯৬জন নারী নেত্রী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আলোচনায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিছুর রহমানের মেয়ে সৈয়দা ফাতেমা মমতাজ মলি। বরিশাল নগরীর আমানাতগঞ্জ, নিউভাটিখানা রোড, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ফাতেমা মমতাজ মলি নিজের পিতার মতই দেশ সেবাই নিয়োজিত রাখতে চান। ফলে শিক্ষা জীবন থেকেই ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়।

২০০০ সাল থেকে ২০০৮ সালের আওয়ামী লীগের সকল আন্দোলনে রাজপথে পালন করেছেন সক্রিয় ভূমিকা। বর্তমানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন উত্তরাধিকারের যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করলেও ২০০০ সাল বাকসুর গঠিত কমিটিতে দায়িত্ব পালন করেন ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদে, বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। আলাপকালে সৈয়দা ফাতেমা মমতাজ মলি বলেন, ছোট বেলা থেকেই পিতার কাছে দেশ স্বাধীনতার গল্প শুনেছি।

সাধারণ মানুষের কল্যায়নের জন্য নিজেকে নিয়োজিত রাখার অনুপ্রেরণা জুগিয়েছেন আমার বাবা। আর ছাত্র জীবনেই দলের সাথে সম্পৃক্ত থেকে পালন করেছি বিভিন্ন দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে “রূপকল্প ভিশন-২০৪১” বাস্তবায়নের জন্য তার পাশে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে থাকতে চাই। আমি আশাবাদী আমাদের দলীয় সভানেত্রী আমাকে দলীয় মনোনয়ন দিবেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা