সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

সৈয়দা ফাতেমা মমতাজ মলি বরিশালে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

বিশেষ প্রতিনিধি (আকাশ ইসলাম) ::

চলতি মাসেই সংসদে বসতে যাচ্ছেন আরও নতুন ৫০ এমপি। সংরক্ষিত নারী আসনে বসবেন তারা। এরমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের কোটায় (স্বতন্ত্রসহ) থাকছেন ৪৮ জন এমপি। ইতিমধ্যে দলীয় মনোনয়ন বিক্রি কার্যক্রম শেষ করেছেন আওয়ামী লীগ।

আর বরিশাল বিভাগ থেকে মোট ৯৬জন নারী নেত্রী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আলোচনায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিছুর রহমানের মেয়ে সৈয়দা ফাতেমা মমতাজ মলি। বরিশাল নগরীর আমানাতগঞ্জ, নিউভাটিখানা রোড, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ফাতেমা মমতাজ মলি নিজের পিতার মতই দেশ সেবাই নিয়োজিত রাখতে চান। ফলে শিক্ষা জীবন থেকেই ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়।

২০০০ সাল থেকে ২০০৮ সালের আওয়ামী লীগের সকল আন্দোলনে রাজপথে পালন করেছেন সক্রিয় ভূমিকা। বর্তমানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন উত্তরাধিকারের যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করলেও ২০০০ সাল বাকসুর গঠিত কমিটিতে দায়িত্ব পালন করেন ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদে, বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। আলাপকালে সৈয়দা ফাতেমা মমতাজ মলি বলেন, ছোট বেলা থেকেই পিতার কাছে দেশ স্বাধীনতার গল্প শুনেছি।

সাধারণ মানুষের কল্যায়নের জন্য নিজেকে নিয়োজিত রাখার অনুপ্রেরণা জুগিয়েছেন আমার বাবা। আর ছাত্র জীবনেই দলের সাথে সম্পৃক্ত থেকে পালন করেছি বিভিন্ন দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে “রূপকল্প ভিশন-২০৪১” বাস্তবায়নের জন্য তার পাশে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে থাকতে চাই। আমি আশাবাদী আমাদের দলীয় সভানেত্রী আমাকে দলীয় মনোনয়ন দিবেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা