মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪
শিরোনাম :
চট্টগ্রামে রাতে নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫ জাহাজের মধ্যে মরদেহ- হাসপাতালে মারা গেলেন আরও ২ জন ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাসের রোগী শনাক্ত মিয়ানমারের আরও এক গুরুত্বপূর্ণ শহরের দখল নিলো বিদ্রোহী গোষ্ঠী দেশে ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু- শনাক্ত আরও ১০৭৯ ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন? প্রশ্ন করলেন সারজিস মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ সফল সিরাজগঞ্জের দুই তরুন পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন গাজীপুরে ধুমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কমিটি ঘোষনা

সৈয়দা ফাতেমা মমতাজ মলি বরিশালে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

বিশেষ প্রতিনিধি (আকাশ ইসলাম) ::

চলতি মাসেই সংসদে বসতে যাচ্ছেন আরও নতুন ৫০ এমপি। সংরক্ষিত নারী আসনে বসবেন তারা। এরমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের কোটায় (স্বতন্ত্রসহ) থাকছেন ৪৮ জন এমপি। ইতিমধ্যে দলীয় মনোনয়ন বিক্রি কার্যক্রম শেষ করেছেন আওয়ামী লীগ।

আর বরিশাল বিভাগ থেকে মোট ৯৬জন নারী নেত্রী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আলোচনায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিছুর রহমানের মেয়ে সৈয়দা ফাতেমা মমতাজ মলি। বরিশাল নগরীর আমানাতগঞ্জ, নিউভাটিখানা রোড, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ফাতেমা মমতাজ মলি নিজের পিতার মতই দেশ সেবাই নিয়োজিত রাখতে চান। ফলে শিক্ষা জীবন থেকেই ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়।

২০০০ সাল থেকে ২০০৮ সালের আওয়ামী লীগের সকল আন্দোলনে রাজপথে পালন করেছেন সক্রিয় ভূমিকা। বর্তমানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন উত্তরাধিকারের যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করলেও ২০০০ সাল বাকসুর গঠিত কমিটিতে দায়িত্ব পালন করেন ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদে, বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। আলাপকালে সৈয়দা ফাতেমা মমতাজ মলি বলেন, ছোট বেলা থেকেই পিতার কাছে দেশ স্বাধীনতার গল্প শুনেছি।

সাধারণ মানুষের কল্যায়নের জন্য নিজেকে নিয়োজিত রাখার অনুপ্রেরণা জুগিয়েছেন আমার বাবা। আর ছাত্র জীবনেই দলের সাথে সম্পৃক্ত থেকে পালন করেছি বিভিন্ন দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে “রূপকল্প ভিশন-২০৪১” বাস্তবায়নের জন্য তার পাশে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে থাকতে চাই। আমি আশাবাদী আমাদের দলীয় সভানেত্রী আমাকে দলীয় মনোনয়ন দিবেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা