বিজলী ডেক্স: ঝালকাঠি জেলায় রবিবার পর্যন্ত ১০৭জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৮৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ৭৬৬জন ছাড়পত্র নিয়ে বেরিয়ে এসেছেন। স্বাস্থ্য বিভাগ ৫৬২ জনের নমুনা পরীক্ষা করেছে। তাদের মধ্যে ৪৯২ জনের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে ১৪ জনের পজেটিভ এবং ৪৭৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অপেক্ষমান ৭০ জনের রিপোর্ট। ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ জনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে থেকে ৫জন সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। দ্বিতীয় ও তৃতীয় দফায় এদের নমুনা পরীক্ষায় এই ৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ঝালকাঠি সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন।