মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে অন্তঃসত্ত্বা নারীসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

বিজলী ডেক্স: মাদারীপুরে অন্তঃসত্ত্বা এক নারীসহ আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭। নতুন আক্রান্ত চারজনের তিনজন রাজৈর উপজেলার, অপরজন কালকিনি উপজেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১১২ জনের করোনা টেস্টের প্রতিবেদন আসে। এর মধ্যে ৪ জনের পজিটিভ ও ১০৮ জনের নেগেটিভ প্রতিবেদন আসে। নতুন শনাক্ত এই চারজনের মধ্যে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। ২০ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা, ৫০ বছর বয়সী এক নারী ও ৩২ বছরের যুবক।
জানতে চাইলে রাজৈর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘রাজৈরে নতুন তিনজনই একই গ্রামের বাসিন্দা। এর আগে ওই গ্রামে এক ইমামের সংস্পর্শে এসে ৯ জন আক্রান্ত হন। আর এই ৯ জনের সংস্পর্শে এসে নতুন এই তিনজন আক্রান্ত হলেন। এই তিনজনের মধ্যে ২০ বছর বয়সী ওই তরুণী সাত মাসের গর্ভবতী। তাঁর এখনো কোনো উপসর্গ দেখা যায়নি। তাঁকে নিজ বাসায় চিকিৎসা দেওয়া হবে। এ ছাড়া ৮৫ বছর বয়সী বৃদ্ধের আগে থেকেই শ্বাসকষ্ট আছে। এখন জ্বর-কাশি আছে। তবে তাঁর অবস্থা গুরুতর নয়। ৫০ বছর বয়সী আরেক নারীর উপসর্গ নেই। এ দুজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘জেলায় নতুন চরজনসহ জেলায় মোট শনাক্ত ৫৭। সুস্থ হয়েছেন ৩৮ জন। দুজন মারা গেছেন। নতুন শনাক্ত চারজনের তিনজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা