শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৫৪
শিরোনাম :

করোনা শতভাগ ঠেকানোর অ‌্যান্টিবডি পাওয়ার দাবি মার্কিন প্রতিষ্ঠানের

বিজলী ডেক্স:  যুক্তরাষ্ট্রের সোরেন্টো থেরাপিউটিক্স এমন একটি করোনাভাইরাস অ্যান্টিবডির সন্ধান পেয়েছে, যা সংক্রমণ শতভাগ ঠেকাতে সক্ষম বলে পরীক্ষাগারে প্রমাণ হয়েছে। প্রি-ক্লিনিক্যাল ল্যাবের ওই পরীক্ষার ফলাফল এখন মানুষকে আশাবাদী করে তুলেছে।

যুক্তরাষ্ট্রের ছোট আকারের একটি বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা সোরেন্টো থেরাপিউটিক্স ইনকরপোরেশন মূলত ক্যানসার, প্রদাহ, পরিপাক এবং সংক্রামক রোগের চিকিৎসার জন্য মানব চিকিৎসায় অ্যান্টিবডি গবেষণা করে থাকে।

সংস্থাটি বলেছে, তারা একটি অ্যান্টিবডি ককটেল তৈরি করবে, যা করোনাভাইরাসটির বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক ঢাল’ (প্রটেকটিভ শিল্ড) হিসেবে কাজ করবে। তাদের পরীক্ষার ফল শিগগিরই একটি পিয়ার রিভিউ জার্নালে জমা দেওয়া হবে। এ ছাড়া নিয়ন্ত্রকদের অ‌্যান্টিবডি প্রার্থীর অগ্রাধিকার মূল্যায়ন এবং ত্বরান্বিত পর্যালোচনা করার জন্য বলবে। ক্লিনিক্যাল গবেষণা সফল বলে মনে হলে তারা উত্পাদন বাড়ানোর জন্য ফার্মাসিউটিক্যাল সংস্থা, সরকার ও সহযোগীদের সঙ্গে কাজ করবে।

বৃহস্পতিবার সরেন্টোর বাজারমূল্য যেখানে ছিল ৫৪ কোটি ৯০ লাখ ডলার, সেখানে শুক্রবার তাদের মূল‌্যমান দাঁড়ায় ১৯০ কোটি ডলারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এটা ছিল ইন ভিট্রো ল‌্যাব পরীক্ষা, যাতে কোনো প্রকৃত মানব শরীরে অ‌্যান্টিবডির প্রয়োগ করা হয়নি। তারপরও এটি সম্ভাবনাময় উদ্ভাবন। কারণ, সংস্থাটি একটি অ্যান্টিবডি ককটেল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, যা ভাইরাস রূপান্তরিত (মিউটেশন) হওয়ার পরও এর বিরুদ্ধে সুরক্ষা দিতে পারবে।

সোরেন্টো বলেছে, এসটিআই-১৪৯৯ নামের এ অ‌্যান্টিবডি তাদের পরীক্ষা থেকে বের হয়ে এসেছে, যা সার্স-কোভ -২ এর স্পাইক প্রোটিনকে মানুষের কোষের সঙ্গে মিথস্ক্রিয়া সম্পূর্ণরূপে আটকে দেয়। এর অর্থ, এটি হোস্টের স্বাস্থ্যকর কোষে সংক্রমিত হওয়া থেকে ভাইরাসকে প্রতিরোধ করে।

সোরেন্টোর কোভিড-শিল্ড বলতে বিভিন্ন অ্যান্টিবডির একটি শক্তিশালী মিশ্রণের মাধ্যমে এটিকে মোকাবিলা করা বোঝানো হয়েছে, যা ভাইরাসের বিভিন্ন আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেবে। তবে সংস্থাটি বলেছে, তারা এসটিআই-১৪৯৯ অ্যান্টিবডিকে একক থেরাপি হিসেবেও তৈরি করে যুক্তরাষ্ট্রের ফুড অ‌্যান্ড ড্রাগ অ‌্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন চাইবে।

টেকক্রাঞ্চ বলেছে, সাবধান থাকতে হবে যে সার্স-কোভ -২ বা কোভিড -১৯-এর চিকিত্সা করার ক্ষেত্রে কোনো চিকিত্সা বা ভ্যাকসিন ম্যাজিক বুলেট হওয়ার সম্ভাবনা নেই। তবে এটি এখন পর্যন্ত একটি আশাব্যঞ্জক আবিষ্কার, যার ক্লিনিক্যাল ট্রায়াল ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ওপর চোখ রাখতে হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা