বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২২
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভারতে একদিনে ৬৬৫৪ জন করোনা রোগী শনাক্ত

বিজলী ডেক্স:  এবার করোনায় নাজেহাল হচ্ছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজারের আশে পাশে থাকলেও শুক্রবার থেকে তা বেড়ে ৬ হাজারে পৌঁছে গিয়েছে।

তবে শনিবার তা এক লাফে সাড়ে ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যেও আশা জাগিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার হার যথেষ্ট ভাল। মোট প্রায় ৪১.৩৯ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে ৫১ হাজার ৭৮৪ জন চিকিৎসার পর সুস্থ হয়েছেন। ভারতের স্বাস্থ্যমন্ত্রকের দেয়া সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন। শুক্রবার বৃদ্ধির সংখ্যাটা ছিল ৬ হাজার ৮৮।

এই বৃদ্ধির ফলে ভারতে এদিন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ১০১। তথ্য অনুযায়ী, গোটা দেশের মোট আক্রান্তের ৮০ শতাংশই ৫ টি রাজ্যের। এগুলো হল, মহারাষ্ট্র, তামিলনাডু, গুজরাট, দিল্লি ও রাজস্থান।

স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭২০ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ৫১৭ জনের। ৮০২ জন মারা গিয়েছেন গুজরাটে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৭২, পশ্চিমবঙ্গে ২৬৫। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি (২০৮), রাজস্থান (১৫৩) ও উত্তরপ্রদেশ (১৫২)। ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় অনেকদিন ধরেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

সংক্রমণের নিরিখে গোটা দেশের তিন ভাগের এক ভাগই এই রাজ্যের। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৮২। এর মধ্যে মুম্বই শহরে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা তামিলনাডুতে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এর পরে রয়েছে গুজরাট।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা