শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:১২
শিরোনাম :

মুলাদীর মৃধারহাট খেয়া ঘাটে করোনাকে পুজি করে কোটিপতি ইজারাদার

মুলাদীপ্রতিনিধিঃ

বরিশাল জেলার মুলাদী উপজেলার সাথে শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার যোগযোগের একমাত্র মাধ্যম মৃধারহাট খেয়া ঘাটে। এই খেয়া ঘাটে প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রলার যোগে পারাপার হয়, মহামারী করোনা ভাইরাস এর কারনে একেকজন যাত্রীর কাছ থেকে ১০০ শত টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠে। করোনা ভাইরাসকে তোয়াক্কা না করে, ট্রলার ভর্তি যাত্রী পার করছে। হাতিয়ে নিচ্চন হাজার হাজার টাকা। হচ্ছে যাত্রী হয়রানী।  ৩ জুন সকাল অনমান ১১টায় রুমা নামের একজন মহিলা যাত্রী সাংবাদিকদের অভিযোগ করে বলেন মৃধারহাট ঘাটে যাত্রী হয়রানী সহ অতিরিক্ত ভাড়া আদায় করছে। বিকাল ৫টায় সাংবাদিকগন মৃধার হাট খেয়া ঘাটে উপস্থিত হলে অভিযোগের সত্যতা পায়। বিকাল সাড়ে ৪ টায় আবু পুর থেকে ছেড়ে আসা ট্রলার এর যাত্রী মন্টু জানায় এ ঘাটটিতে আসলেই হয়রানীর স্বীকার হতে হয়। অতিরিক্ত ভাড়া দিতে হয়। করোনা ভাইরাসকে পুজি করে হাতিয়ে নিচ্চেন হাজার হাজার টাকা। মানছেন না কোন আইন, করোনা ভাইরাসের ও অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলার পাড় হচ্ছে। খেয়াখাটটি ক্ষমতার দাপটে চলছে। যখন যে সরকার ক্ষমতায় আসে ইজারাদারা সেই দলের হয়ে যায়। এলাকাবাসীর দাবী খেয়াঘাট দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষন করছে। বিষয়ে ঘাটের ইজারা আলো খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এমন আচরন করিনাই।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা