মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধার দিক নির্দেশনায় বরিশালের তিন থানার পলাতক আসামী কালাম রদার গ্রেফতার। গত ৪ জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানার এস আই ক্যানিজা কর্মকার বাপ্পী, এ এস আই আল আমিন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গ্রফতার করেন। মুলাদী উপজেলার কাজিরচর উনিয়নের চরকমিশনার গ্রামের মৃত কলম সরদারের পুত্র কালাম সরদার এর বিরুদ্ধে মুলাদী থানা, বাবুগঞ্জ থানা ও কাউনিয়া থানার এজাহার ভুক্ত আসামী। আসামী কালাম সরদারকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।