মুলাদী প্রতিনিধিঃ
১৫ই আগষ্ট ১৯৭৫ সালে খুনী চক্র শুধু মাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেনি, এরা আওয়ামীলীগকে নেতৃত্ব শন্যূ করতে পরবর্তী নেতৃত্বকেও হত্যা ঘটিয়েছে তাই আজ বিশেষ দিনে শহীদদের স্মরনে আলোচনা সভা দোয়া মুনাজাতের আয়োজন করে মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল ১৫ আগষ্ট বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সাবেক কমান্ডার মোঃ শুকুর আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান হান্নান সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সাবেক ইউনিয়ন কমান্ডার সিরাজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা সাবেক সহকারী কমান্ডার আঃ জলিল সরদার, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা আঃ মন্নান ফকির, সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মনিবুর রহমার মনির, শাহআলম ঢালী সহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদিক আমিনুর রহমান জহির। আলোচনা সভায় সকল মুক্তিযোদ্ধা গন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জীবন কাহিনী থেকে শুরু করে বিশদ আলোচনা করেছেন এবং ১৫ আগষ্টে জাতির পিতার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।