বিজলী অনলাইন ডেক্সঃ
জয়পুরহাটের কালাইয়ে এক স্কুলশিক্ষিকার করা চেক চুরির মামলায় তাঁর স্বামী জোবায়ের রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জোবায়ের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সিরাজগঞ্জের জামতৈল বাজার শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুঠোফোনে টাকা উত্তোলনের বার্তা এলে খাইরুন নেছা ব্যাংকে গিয়ে তাঁর হিসাব নম্বরের স্টেটমেন্ট নেন। তখন তিনি ঘটনাটি জানতে পারেন।