রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:২১
শিরোনাম :
ফাঁদ পেতে কুমির ধরলেন মানিকগঞ্জের এলাকাবাসী গাজার মসজিদগুলো দোয়া-মোনাজাত ও তাকবির ধ্বনিতে মুখর সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশনা; ওষুধ প্রশাসন অধিদপ্তর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নলছিটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  নলছিটিতে বাস-অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত: ১ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ বাংলাদেশ সেনাবাহিনী বরিশাল সদর ভূমি অফিসের চেইনম্যান মনির হোসেনের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ গাজীপুরে রেলের জমি থেকে অবৈধ শতাধিক দোকান-ঘর উচ্ছেদ পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে; জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টার কাছে নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দায়িত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিজলী অনলাইন ডেক্স:

সশস্ত্র বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে, তারাই যেন দায়িত্ব পায়। যাতে সঠিক পথে বাংলাদেশটাকে তারা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবন থেকে সশস্ত্র বাহিনী পর্ষদ ২০২০ (১ম পর্ব) এ অংশগ্রহণের ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সেনাদর, নৌবাহিনীর সেনা সদর এবং বিমান বাহিনীর সদর দফতরে যুক্ত হয়ে কথা বলেন।
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু খাতা কলমে বেশি নাম্বার পাওয়া না, যারা ফিল্ডে ভাল কাজ করতে পারে বা কম্বাইন্ড করতে পারে বা নেতৃত্ব দেয়ার যোগ্যতা আছে কি না বা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা আছে কি না, সেই মানসিকতা আছে কিন না সেগুলোও আপনাদের বিচারে আনতে হবে। আর আমরা এই দেশ স্বাধীন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী নিশ্চয়ই তাদের সেই আদর্শ নিয়ে চলতে হবে। দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে, তারাই যেন দায়িত্ব পায়। যাতে সঠিক পথে বাংলাদেশটাকে তারা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবে। সশস্ত্র বাহিনী যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তাদের সম্মানটা বজায় রেখেই তারা যেন আমাদের সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা