মুলাদী প্রতিনিধিঃ
সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব এই ¯েøাগানকে সামনে রেখে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেন ও সেইন্ট বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্ব এইডস দিবস-২০২০ পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে র্যালী শেষে হল রুমে বিশ্ব এইডস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, মুলাদী থানার এস আই সোলায়মান মাহবুব, স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স, সেইন্ট বাংলাদেশ এর উপজেলা কো-অডিনেটর জেসমিন আক্তার, মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে এর এমটিইপিআই আল মামুন কবির, সেইন্ট বাংলাদেশ এর মুলাদী উপজেলা ফিল্ড সুপার ভাইজার শাহজালাল মুরাদ সহ স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মচারীগন ও সেইন্ট বাংলাদেশ এর ফিন্ড সুপারভাইজার গন। বিকাল ৪ টায় সরকারী মুলাদী কলেজে মাঠে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব এইডস দিবসে ডাঃ সাইয়েদুর রহমান এইডস বিষয়ের উপর আলোচনা করেন এবং তার প্রতিকার বিষয়ে যুব সমাজকে সচেুনতার বিষয়ে আলোচনা করেছেন। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসারগণ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ, সেইন্ট বাংলাদেশ ও সেইভ দ্য চিলড্রেনের প্রতিনিধি, যুব ও সুশীল সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ ও যুবসমাজ।