মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলা হিজলা মুলাদীর ব্রীজে ঢালে গত রাত ৯.৩০ মিনিটের সময় মটর সাইকেল দুর্ঘটনা হয়েছে। মটর সাইকেলে চালক সহ ২জন তিন সাথে দুর্ঘটনার পরে। জানা যায় মুলাদী হিজলা ব্রীজের রাস্তার উপর বালির পাইপ এর কারণে পালসার মটর সাইকেলটি ছিটকে পরে। এতে হিজলা উপজেলা বড়ঝালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের আমির হোসেন ঘটনা স্থলে মৃত্যুবরন করেন, ১নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের সিরাজ সরদার পুত্র সাইদ সরদার আহত, চালক কে পাওয়া যায় নাই। সংবাদ পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মজিবুর রহমান, এস আই উজ্জল সহ দ্রæত মুলাদী হাসপাতালে ছুটে যায়।