সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৪
শিরোনাম :
রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান

মুলাদীতে তুবা’র ৪টি কাবিনে জন্মতারিখ ৩টি প্রতারণা

মুলাদী প্রতিনিধিঃ মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের আঃ খালেক খানের কন্যা তুবা জাহান মীম পর পর ৪টি বিয়ের পর ধরা খেলে ৪র্থ স্বামীর কাছে। তুবা জাহান মীম গত ১০/০২/২০১২ তারিখের ১ম বিয়ের কাবিনে জন্মতারিখ ০৫/১০/১৯৯২ইং, ২য় বিয়ে হয় কোর্টের মাধ্যমে ১৫/০৭/২০১২ তারিখে তাতে লেখা বয়স ২০ বছর, ৩য় বিয়ে ০১/১০/২০১৬ইং তাতে জন্ম তারিখ ০৩/০৬/১৯৯৫ইং ৪র্থ বিয়েতে ১৮/০৬/২০১৮ তারিখে তাতে জন্ম তারিখ ০৩/০৬/১৯৯৫ইং।

এভাবে প্রতারনা আশ্রয় গ্রহন করেন আঃ খালেক খানের স্ত্রী আলমতাজ বেগম ও পুত্র শাহাদাত হোসেন খান আনান। জানা যায় ৪র্থ বিষের সময় তুবা’র মা ও ভাই বলে যে তাদের বোন অবিবাহিত, বিয়ের প্রায় ২/ ৩ মাস পর ৪র্থ স্বামীকে বলে আমাকে তুমি তালাক দিয়ে দাও, আমি তোমার সংসার করব না। প্রতিটি বিয়ের কাবিনে দেখা যায় বড় বড় অংকের টাকার মহরানা লেখা আছে। প্রতিটি স্বামীর সংসারে গিয়ে ২/৩ তিন মাস সংসার করে নিজের ইচ্ছায় তালাক নিয়ে টাকা হাতিয়ে নিচ্চে।

কাবিনের টাকা দিতে অস্বীকার করলে তাকে ধর্ষন মামলা সহ বিভিন্ন মামলা ভয় দেখানো হচ্ছে তুবা ও তার মা এবং ভাইয়ের কাজ। ৪র্থ স্বামী মোঃ সোলাইমান খান যখন তার অপকর্মের ধরা পরে তার পর থেকে তাকে তালাক দেওয়া ও কাবিনের টাকা দাবী করে তুবা নতুবা তাকে মিথ্যা মামলায় জরানোর ভয় দেখায়। সোলাইমান খান নিরুপায় হয়ে মুলাদী পৌরসভার সরকারী কাজি অফিসে গিয়ে পরপর ৩টি তালাক নামা প্রেরন করে, তুবা জাহান মীম তালাক নামা গ্রহন না করে ফিরে দেয়, তারপর থেকে তুবা জাহান মীম বিভিন্ন লোকের মাধ্যমে তাকে মহরানার টাকা দাবী করে না হলে ধর্ষণ মামলা সহ বিভিন্ন মামলায় ভয় দেখায় তুবা জাহান মীম।

তুবা জাহান মীম এর পরকিয়ার শেষ নেই। স্বামী থাকতেও পরকিয়া ব্যস্ত তুবা জাহান মীম। এ বিষয়ে ৪র্থ স্বামী সোলায়মান খান বলেন তুবা’র অপকর্মের কথা বলতে লজ্জা পাচ্ছি, আমারও বোন আছে আমরাতো তাদের বিয়ের সময় কোন মিথ্যার আশ্রয় নেই নাই। আমি দ্রæত আইন গত ব্যবস্থা গ্রহনের প্রস্তুুতি নিচ্ছে তুবাজাহান মীম এর প্রতারনা বিরুদ্ধে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা