মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৫
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী: শহীদদের স্মরণসভায় মির্জা ফখরুল আজ (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে কমতে পারে বৃষ্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫- আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস কক্সবাজারে নারীদের হেনস্তা করা ফারুকুলের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই; ইসলামী ছাত্রশিবির বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস- এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকা নাশকতা ও সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ; উৎপাদনে ফিরেছে আশুলিয়ার পোশাক কারখানা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চান না আইভী; বিশেষ প্রতিবেদন এবার ড. মুহাম্মদ ইউনূস সচিবদের বেশকিছু নির্দেশনা দিলেন বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনাহবে- তা দ্রুতেই দৃশ্যমান হবে : ড. সালেহউদ্দিন আহমেদ ফাতিমা তাসনিম আমার বোন নয়, গণঅধিকার পরিষদের নেত্রী ; উপদেষ্টা নাহিদ

বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে চমক

অনলাইন ডেস্ক::

করোনা মহামারীর কারণে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিশেষ টেলিভিশন প্রোগ্রামে। নামিদামি তারকারা অংশ নিবেন এই অনুষ্ঠানে। ‘সেলিব্রেটিং আমেরিকা’ শিরোনামে বিশেষ টিভি অনুষ্ঠান সম্প্রচার করার ঘোষণা দিয়েছে প্রেসেডন্টের শপথগ্রহণ অনুষ্ঠান কমিটি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, জো বাইডেনের শপথ গ্রহণ নিয়ে আয়োজিত বিশেষ এই টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অস্কারবিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। ৯০ মিনিটের বিশেষ টিভি অনুষ্ঠানে পারর্ফম করবেন জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো ও অ্যান্ট ক্লেমন্স।

স্থানীয় সময় ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। এছাড়াও, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ নয়টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এ অনুষ্ঠান উৎসর্গ করা হবে ‘মার্কিন বীরদের’ প্রতি।

এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রতিশ্রুতি অনুযায়ী করোনায় ক্ষতিগ্রস্ত মার্কিনদের সহায়তায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ১ লাখ ৯শ’ হাজার কোটি ডলার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সম্প্রতি জর্জিয়া সিনেটর রানঅফ নির্বাচনের শেষ মুর্হুর্তে তিনি ২ হাজার ডলারের নগদ অর্থসহ তৃতীয় প্রণোদনা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাইডেনের প্রণোদনা প্যাকেজের মধ্যে রয়েছে ১হাজার ৪০০ ডলার নগদ অর্থ প্রদান। সেপ্টেম্বর পর্যন্ত কর্মহীনদের জন্য ৪০০ ডলার বেকার ভাতা বাড়ানো হয়েছে আর কাজের মজুরি প্রতি ঘণ্টায় ১৫ ডলার নির্ধারণ করা হয়েছে ওই প্যাকেজে। এছাড়াও বাসা ভাড়া দিতে না পারার কারণে ভাড়াটিয়াদের আগামী সেপ্টেম্বর তাদের পর্যন্ত উচ্ছেদ করা হবে না এ নিশ্চয়তাও দেওয়া হয়েছে এতে।

জানা গেছে, ২০ জানুয়ারি বাইডেনের ক্ষমতা গ্রহণের পর তৃতীয় এই প্রণোদনা প্যাকেজ বিল পাস হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা