শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:১৫
শিরোনাম :

করোনায় মৃত্যু ২০ লাখ, দু’মাসে ৯ লাখ প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক::

করোনায় মৃত্যু যেভাবে বেড়েই চলেছে এতে আগামী ১ এপ্রিল ২৯ লাখ মানুষের বেশি মারা যাবেন বলে পূর্ভাবাস দিয়েছে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন। সবচেয়ে ভয়ের বিষয় হলো- সবশেষ তিন মাসেই মৃত্যু হয়েছে ১০ লাখ মানুষের।

২০২০ সালের শুরুটা হয়েছিল করোনাভাইরাসের মাধ্যমে। যা এখন বিশ্বজুড়ে অদৃশ্য এক আতঙ্কের নাম।

গেল বছরের ২২ জানুয়ারি ভাইরাসটিতে প্রথম মৃত্যুর পর এখন প্রতিদিনই দীর্ঘ হচ্ছে সেই তালিকা। শুক্রবার মৃত্যুর মোট সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ।

মৃত্যুর সংখ্যা লাখ অতিক্রম করে গত বছরের ৯ এপ্রিল। মাত্র আড়াই মাসের মাথায় ২৫ জুন ৫ লাখ ছাড়ায় করোনায় মৃতের সংখ্যা। এর মাত্র তিন মাস পর ২৫ সেপ্টেম্বর ১০ লাখ, তার প্রায় আড়াই মাস পর তেসরা ডিসেম্বর ১৫ লাখ অতিক্রম করে মৃতের সংখ্যা।

আর সবশেষ ৫ লাখ মানুষ মারা গেছে মাত্র দেড় মাসের মধ্যে। এ হারে মৃত্যু হতে থাকলে, আগামী পহেলা এপ্রিল ২৯ লাখ মানুষের বেশি মারা যাবেন বলে পূর্ভাবাস দিয়েছে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশন।

এ অবস্থায় করোনার সাথে রীতিমতো প্রতিযোগিতা করে বিশ্ববাসীতে জীবনযুদ্ধে জয়ী হতে হবে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জাতিসংঘের জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেন, বিশ্বের সব বিজ্ঞানী আজ এক হয়ে, একটি টিম হয়ে কাজ করছে। আমরা সবাই ভাইরাসটি নিয়ে কাজ করছি, জানা চেষ্টা করছি। আশা করি আমাদের জয় হবেই।

এখন পর্যন্ত বিশ্বের ৪টি দেশে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। যাদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মৃতের দিক দিয়ে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের অবস্থান ৪৫।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা