অনলাইন ডেস্ক::
করোনা মহামারির মধ্যেই মধ্যপ্রাচ্যের নতুন আরেকটি গন্তব্য দুবাইয়ে যাত্রা শুরু করলো ইউএস বাংলা এয়ারলাইন্স। সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ১৪০ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ইউএস বাংলার প্রথম ফ্লাইট।
এর আগে বিমানবন্দরের আন্তজার্তিক টার্মিনাল ভবনে কেক ও ফিতা কেটে ঢাকা-দুবাই-ঢাকা ফ্লাইটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
করোনা পরিস্থিতিতে নানা প্রতিকূলতার মধ্যে ঘুরে দাঁড়ানো এবং অষ্টম আন্তজার্তিক গন্তব্য দুবাইয়ে যাত্রা শুরু করায় ইউএস বাংলাকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, যত বেশি আন্তজার্তিক গন্তব্যে আমরা যেতে পারবো, এতে দেশের মানুষ উপকৃত হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে।
অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, সপ্তাহে সাত দিন দুবাইয়ে ফ্লাইট চালাবে ইউএস বাংলা। ১৬৪ আসনের বোয়িং সেভেন থ্রি সেভেন ৮০০ উড়োজাহাজ দিয়ে দুবাইয়ের ফ্লাইটগুলো পরিচালিত হবে। চলতি বছরেই মালদ্বীপের রাজধানী মালে ও শ্রীলঙ্কার কলম্বোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া আবুধাবিতেও যাত্রার পরিকল্পনা রয়েছে।
দুবাই ফ্লাইট চালুর মধ্যে দিয়ে অষ্টম আন্তজার্তিক গন্তব্যে যাত্রা করলো এয়ারলাইন্সটি। অনুষ্ঠানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসানসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।