মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫২
শিরোনাম :
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিয়ে করলেন ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

সব কিছু মুছে ফেলতে চান নায়িকা শ্রাবন্তী

অনলাইন ডেস্ক::

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী সোশ্যাল মিডিয়া থেকে সব কিছু মুছে ফেলতে চান। এর মাধ্যমে তিনি নিজেকে আবার নতুন করে সাজাতে চান। ইতোমধ্যে ইনস্টাগ্রামে শ্রাবন্তী ও রোশন একে অপরকে আনফলো করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে এক সঙ্গে তোলা ছবিও ডিলিট করেছেন দু’জনে।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের একটি প্রতবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় চর্চায় রয়েছেন শ্রাবন্তী। তবে সেটি নতুন কোন ছবি বা কাজের জন্য নয়। তার ব্যক্তিগত জীবন নিয়েই চলছে নানান চর্চা। এরমধ্যে অনেকেরই জানা যে স্বামী রোশনের সঙ্গে মনোমালিন্য চলছে নায়িকার। যদিও শ্রাবন্তী এ নিয়ে সরাসরি মুখ খোলেননি।

নায়িকা তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই সকলকে ইঙ্গিত দিয়েছেন এ বিষয়ে।

প্রসঙ্গত, এর আগে দুটো বিয়ে ভেঙেছে এই নায়িকার। আর এই বিয়ে ভাঙা নিয়ে ট্রোলের শিকার হতে হয়েছে তাকে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী তার একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখে মনে হচ্ছে তার মন খারাপ। এই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘কেউ সঠিক নয়’, আর সেজন্যই পেনসিলের কাছে ইরেজার থাকে।’ এই পোস্টের পর ইনস্টাগ্রামে অনেকে কমেন্ট করেন, তাহলে কি মুছতে চাইছেন অভিনেত্রী?

জীবনের কোন জিনিসটা এই নায়িকা সত্যিই ভুলে যেতে চান? রোশনকে ইঙ্গিত করেই সকলে প্রশ্ন করেন। এমনকি পোস্টেই বলা হয়, তাহলে কি সব মুছে নতুন কিছু শুরুর কথা ভাবছেন? যদি তাই হয়, তবে তাকে সামনের দিকে এগিয়ে যাতে বলেন অনেক ভক্তরা। তার মন খারাপ করা মুখ ভালো লাগছে না, এ কথাও জানান তাকে।

যদিও এ বিষয়ে জবাব দেননি শ্রাবন্তী। আপাতত ছেলে ঝিনুককে নিয়ে তিনি ভালো আছেন। নতুন কাজ করছেন। বেড়াতে যাচ্ছেন। ভালো থাকতে গেলে যা যা করা দরকার, সবই তিনি করছেন। জীবনের যে জিনিসটা যন্ত্রণাদায়ক তা তো ভুলে যাওয়াই শ্রেয়। তবে এবার আর চট করে বিয়ে বা সম্পর্ক ভাঙা নিয়ে বা ঠিক হওয়া নিয়ে কথা বলতে চান না অভিনেত্রী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা