রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১
শিরোনাম :
ফাঁদ পেতে কুমির ধরলেন মানিকগঞ্জের এলাকাবাসী গাজার মসজিদগুলো দোয়া-মোনাজাত ও তাকবির ধ্বনিতে মুখর সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশনা; ওষুধ প্রশাসন অধিদপ্তর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নলছিটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  নলছিটিতে বাস-অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত: ১ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ বাংলাদেশ সেনাবাহিনী বরিশাল সদর ভূমি অফিসের চেইনম্যান মনির হোসেনের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ গাজীপুরে রেলের জমি থেকে অবৈধ শতাধিক দোকান-ঘর উচ্ছেদ পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে; জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টার কাছে নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন

কোথায় আছেন সু চি?

অনলাইন ডেস্ক ::

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বন্দি দেশটির নেত্রী অং সান সু চিকে কোথায় রাখা হয়েছে তা সেনা অভ্যুত্থানের একদিন পরও জানা যায়নি।

সেনাবাহিনী এখনও সু চিকে কোথায় আটকে রেখেছে তা নিয়ে মুখ খোলেনি।  মিয়ানমারে সর্বশেষ নির্বাচনের ফল নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার ভোরে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে।  খবর রয়টার্সের।

তারা ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টকে আটক করে। ওই দিন এনএলডির আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়।

সোমবার সু চিকে আটকের পর কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে সেনাবাহিনী বা অন্য কোথাও থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এনএলডির এক এমপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, আমাদের উদ্বিগ্ন না হতে বলা হয়েছে। যদিও আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি। যদি আমরা বাড়িতে তাদের অবস্থানের কোনো ছবি হাতে পেতাম তাও কিছুটা স্বস্তি পেতাম।”

সোমবার এনএলডির আরও বেশ কয়েকজন এমপিকে আটক করা হয়। তাদেরও রাজধানী নেপিদোতে তাদের নিজ নিজ সরকারি বাসভবনে আটকে রাখা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এনএলডির কেন্দ্রীয় তথ্য কমিটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা কী তোয়ে ফেসবুকে এক পোস্টে সু চির স্বাস্থ্য ভালো আছে’ বলে জানিয়েছেন।

মঙ্গলবারের ওই ফেসবুক পোস্টে তোয়ে বলেন, তিনি জানতে পেরেছেন সু চির শরীর ভালো আছে এবং তাকে যেখানে রাখা হয়েছে, সেখান থেকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা