শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অভ্যুত্থানের শুরুতেই ধাক্কা খেল মিয়ানমার সেনাবাহিনী

অনলাইন ডেস্ক::

অভ্যুত্থানের শুরুতেই আর্থিকভাবে বড় ধরনের ধাক্কা খেল মিয়ানমার সেনাবাহিনী। সেনা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক হোল্ডিংসের সঙ্গে যৌথ বিনিয়োগ চুক্তি বাতিলের ঘোষণা দিলো জাপানি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিরিন। প্রতিষ্ঠানটি বলছে, এই সিদ্ধান্ত নেয়া ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই।

২০১৫ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় দেশটিতে বিনিয়োগে এগিয়ে আসে বহুজাতিক প্রতিষ্ঠান। তারমধ্যে ছিলো জাপানি বিয়ার প্রস্ততকারক প্রতিষ্ঠান কিরিন হোল্ডিংস। সেনা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস-এমইএইচ’র সাথে যৌথভাবে দেশটির বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিয়ানমার ব্রুওয়ারি লিমিটেড এবং ম্যান্ডলে ব্রুওয়ারি লিমিটেড এ বিনিয়োগ করে কিরিন। বর্তমানে এই দুই প্রতিষ্ঠানে অর্ধেকেরও বেশি মালিকানা রয়েছে কিরিনের হাতে।
তবে গেল সোমবার মিয়ানমারে সেনা অভ্যুথানের পর পাল্টে যায় দৃশ্যপট। রোহিঙ্গা গণহত্যা এবং সবশেষ অভুত্থানের ঘটনায় মিয়ানমারে ব্যবসা করা বহুজাতিক প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নিয়ন্ত্রণে থাকা মিয়ানমার ইকোনমিক হোল্ডিংসের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাতিলের ঘোষণা দিল কিরিন। শুক্রবার এক বিবৃতিতে কিরিন জানায়, এ সিদ্ধান্ত কার্যকরে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এদিকে, কিরিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের মানবাধিকার সংগঠনগুলো। শেষ পর্যন্ত মিয়ানমারের জনগণের কণ্ঠস্বর শুনে এমইএইচ’র সম্পর্ক ছিন্ন করায় কিরিন কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জাস্টিস ফর মিয়ানমার।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা