বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নতুন নিয়মে বাড়বে সোনার দাম

অনলাইন ডেস্ক::

দেশের বাজারে আবারও বাড়তে যাচ্ছে সোনার অলংকারের দাম। তবে এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করার জন্য দাম বাড়ছে না।এবার বাড়ছে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও মজুরিসহ সোনার অলংকারের দাম নির্ধারণ করার জন্য। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।

গত বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে দেশের সোনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অতিরিক্ত সাধারণ সভা এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এসময়, সংগঠনটির সমিতির কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য ও সাধারণ সোনা ব্যবসায়ীরা অংশ নেন। নতুন নিয়মে স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণের বিষয়ে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও জানিয়েছে সংগঠনটি।

সোনা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিভরিতে সোনার দাম বাড়বে ৬ হাজার ৬শ’ টাকা।

তারা জানান, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ৬ হাজার ২৩০ টাকা। এর সঙ্গে মজুরি বাবদ যোগ হবে আড়াইশ’ টাকা। অর্থাৎ মজুরিসহ এক গ্রাম সোনার অলংকারের দাম দাঁড়ায় ৬ হাজার ৪৮০ টাকা। এর ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আসে ৩২৪ টাকা। অর্থাৎ মজুরি ও ভ্যাটসহ এক গ্রাম সোনার অলংকারের দাম দাঁড়ায় ৬ হাজার ৮০৪ টাকা। এই হিসাবে (ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম পড়বে ৭৯ হাজার ৩৬১ টাকা। বর্তমানে দেশের বাজারে এক ভরি সোনার অলংকারের দাম ৭২ হাজার ৬৬৬ টাকা।

বাজুসের ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এনামুল হক খান। সভায় বাজুসের কর্ম পরিকল্পনা তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা। এসময়, ভ্যাটের হার কমানো ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের দৌরাত্ম্য বন্ধ সরকারের হস্তক্ষেপ করেন বাজুস নেতারা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা