সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৬
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সফিপুর ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান সাবেক বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক::

মুলাদী উপজেলার সফিপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন বিগত ইউপি নির্বাচনে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল কালাম সিকদার। নির্বাচন কমিশন থেকে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার পর পর দলীয় মনোনয়নের জন্য তিনি আবেদন করেছেন বলে জানিয়েছেন উপজেলা আ.লীগের শীর্ষ নেতারা।

আবুল কালাম সিকদার বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে নৌকা ঠেকাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে নির্বাচন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে নৌকার প্রার্থীকে পরাজিত করার চেষ্টার পরে একজন নেতা এ বছর নৌকা প্রতিকের মনোনয়নের আবেদন করায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে আবুল কালাম সিকদার জানান বিগত ইউপি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছিলাম। এ বছর দল মনোনয়ন দিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। মনোনয়ন না পেলে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবো না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল বারী জানান বিগত ইউপি নির্বাচনে সফিপুর ইউনিয়নে আবুল কালাম সিকদার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এবছর তিনি দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন। তবে কেন্দ্রিয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। এ ছাড়া ওই ইউনিয়নে আ.লীগের মনোনয়ন চেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু মুছা হিমু মুন্সী, উপজেলা আ.লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মুন্সী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা