সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৭
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশালে ২দিন ব্যাপি বইয়ের বিনিময়ে বই কর্মসূচি ২০২১ এর শুভ উদ্ভোধন সম্পন্ন পারভেজ

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে প্রথমবারের মতো আয়োজন করা হলো বইয়ের বিনিময়ে বই কর্মসূচি ২০২১। দুই দিনব‌্যাপী এই কর্মসূচিতে বই বিনিময় করে পড়ার সুযোগ পাবেন বইপ্রেমীরা। আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ‌্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহম্মেদ। বই দিয়ে বই নেয়া কর্মসূচি- ২০২১ গ্রন্থদ্বীপ নামের একটি সংগঠন এই আয়োজন করেছে।
প্রাথমিক পর্যায়ে দুই হাজার বই সংগ্রহ করা হয়েছে। এই বইগুলো থেকে পাঠক নিজের পছন্দমতো একটি বই পড়তে পারবেন তার নিজের একটি বইয়ের বিনিময়ে। গ্রন্থদ্বীপের এক জন সক্রিয় সদস্য মাহফুজ রায়হান বলেন, ‘সাধারণ মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতেই আমদের এই ব্যতিক্রমী উদ্যোগ। সংগঠনের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে আমরা দুই হাজার বই সংগ্রহ করেছি। অনেকের বাসায় অনেক বই রয়েছে, যেগুলো পড়া হয় না। এমন বইগুলো বিনিময় করে যে কেউ এখান থেকে তাদের পছন্দের বই নিতে পারবেন।’ শেখ সুমন নামের একজন সক্রিয সদস্য বলেন, ‘আমাদের সদস্যদের পাশাপাশি অনেক পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা বই দিয়ে সহযোগিতা করেছেন। আশা করছি, অনেক বইপ্রেমীর সমাগম হবে এই কর্মসূচিতে।
’ বই দিয়ে বই নেয়া বই খুঁজতে পাঠকদের সমারোহ বই নি‌তে আসা নগরীর সরকারি সৈয়দ হাতেমআলী ক‌লে‌জের ২য় ব‌র্ষের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, ‘ফেসবুকে প্রচারনার মাধ্যমে গ্রন্থদ্বী‌পের এই বই‌ বি‌নিম‌য় আ‌য়োজন দে‌খে এখা‌নে এ‌সে‌ছি। আমার কা‌ছে রবীন্দ্রনাথ ঠাকু‌রের ও হুমায়ন আহ‌ম্মে‌দের কিছু উপন্যাস ছি‌লো সেগু‌লো দি‌য়ে শরৎচন্দ্র চ‌ট্টোপাধ‌্যা‌য়ের দু‌টি উপন‌্যা‌স নি‌য়ে‌ছি।’ বরিশাল সরকা‌রি জিলা বিদ‌্যাল‌য়ের ছাত্র তামিম বলেন, ‘অনেক বইয়ের সমারহ এখা‌নে। আমি এসেছিলাম উদ্যানে ঘুরতে। এখা‌নে এসে এরকম আ‌য়োজন দেখে খুবই ভা‌লো লেগেছে বিষয়টা। এরপর বাসায় গি‌য়ে আমার পুরোনো চার‌টি বই এনে সেগুলোর পরিবর্তে তিন‌টি গ‌ল্পের বই নি‌য়ে‌ছি। এরকম সুন্দর আ‌য়োজন প্রথমবার দেখলাম।’ কর্মসূচির দ্বিতীয় দিন ৬ই মার্চ শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ‌্যা সাতটা অবদি চলবে এ বই বিনিময়ের কর্মসূচি।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা