অনলাইন ডেক্স:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় আজ মঙ্গলবার আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হলো।
নিখোঁজ লোকজনের খোঁজে সকাল থেকেই নদীর পাড়ে ভিড় করেন তাদের পরিবারের সদস্যরা। এ সময় তারা স্থানীয়দের সহায়তায় নিজেরাই স্বজনদের অনুসন্ধান শুরু করে। এক সময় তিনটি মরদেহ ভেসে উঠতে দেখে নৌপুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন ও স্বজনরা। নৌপুলিশের ডুবুরি দল এসে শিশুসহ আরো ৫ জনের মরদেহ উদ্ধার করে।