শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পদ্মা সেতুর মূল সেতুর অগ্রগতি ৯৩ শতাংশের বেশি

অনলাইন ডেস্ক::

স্বপ্নের পদ্মা সেতু ক্রমেই চলাচল উপযোগী হচ্ছে। জাজিরা প্রান্তের রোডওয়ে স্ল্যাব পুরোপুরি শেষ হয়েছে। ফলে মূল সেতুর সাড়ে ৪ দশমিক ছয় সাত কিলোমিটার সড়ক এখন প্রস্তুত। মূল সেতুর অগ্রগতি ৯৩ শতাংশের বেশি। আর সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশ ছাড়িয়েছে।

মহামারি করোনার কঠোর বিধিনিষেধেও পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে। সেতুর নিচতলা, উপরতলা, সংযোগ সেতু এবং নদীশাসনের কর্মযজ্ঞ চলছে সমান তালে।

সেতুর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৪৭০টি এবং ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের ২ হাজার ২২৮টি স্থাপন হয়ে গেছে।

রেলওয়ে আই গার্ডার সম্পন্ন। সংযোগ সেতুর ৪৩৮টি সুপার টি গার্ডারের ৪০৪টিই বসে গেছে। রেলিংয়ের ৫৮৫টি প্যারাপেট ওয়াল এবং রেলওয়ের স্ল্যাব শেয়ার পকেট বসে গেছে ৫৫২টি। নদীশাসনের অগ্রগতি প্রায় ৬৭ শতাংশ।

মহামারি করোনার লকডাউনেও দিনরাত তিন শিফটে পদ্মা সেতুতে প্রায় ৭০০ বিদেশিসহ ৫ হাজার কর্মী কাজ করছেন।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শারফুল ইসলাম বলেন, ‘রোডওয়ে স্ল্যাব কমপ্লিট হয়ে গেছে। এখন দুই পাশের প্যারাপেট ওয়ালের কানেকশন হচ্ছে। আরও কিছু ছোটখাটো কাজ যেগুলো আছে সেগুলো চলছে।’

৬ দশমিক এক পাঁচ কিলোমিটার মূল সেতুর ২ হাজার ৫৫০মিটার শরীয়তপুরের জাজিরা, এক হাজার ৩৫০ মিটার মাদারীপুরের শিবচরে এবং ২ হাজার ২৫০ মিটার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা