নিজস্ব প্রতিবেদক:
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনিতে রুপালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতির উদ্যোগে ইফতার সমগ্রী, লুঙ্গি ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় ফুলতলা বাজার সংলগ্ন রুপালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ মানবিক সহায়তা কর্মসূচিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক প্রভাষক মোহাম্মাদ শাহাদাত হোসেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সমাজ সেবক মো. শামীম হোসেন, সদস্য মোসা. রোমানা আক্তার প্রমুখ। এ সময় ৫০ জন হতদরিদ্র দের মাঝে লুঙ্গি, ১ শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ডা. প্রশান্ত ডাকুয়ার মেডিকেল টিম পরিচালনার মাধ্যমে ৩শ জন রোগীর মাঝে ঔষধ বিতরণ করা হয়।