মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 নগরীতে যুবলীগ নেতাকে কুপিয়েছে মান্না বাহিনী

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক মানিক মিয়া স্কুল সংলগ্ন এলাকায় কথিত নেতা রইস আহমেদ মান্নার প্রোগ্রামে না যাওয়ায় এক যুব লীগ নেতা কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মান্না ও তার সন্ত্রাসী বাহিনী। সোমবার দুপুর সোয়া একটায় কাউনিয়া প্রধান সড়ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম শেখ শুভ।সে ওই এলাকার বাসিন্দা শেখ নাসিরের ছেলে ও ওই ওয়ার্ডের যুবলীগ নেতা। বর্তমানে সে শেবাচিম হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহতের বাবা নাসির জানান, মাসখানেক আগে একই থানার দিঘীর পাড় এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ও কথিত নেতা রইচ আহাম্মেদ মান্না তার একটি প্রোগ্রামে যাওয়ার জন্য শুভকে ডেকে পাঠায়। কিন্তু শুভ কাউনিয়া ২ নং ওয়ার্ড ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজি জিয়াউদ্দিনের দলের লোক হওয়ায় সে মান্নার প্রোগ্রামে যেতে অপারগতা স্বীকার করায় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে মান্না রনি শিশির কসাই মামুন জাবেদ ও সোহাগসহ অজ্ঞ ৩০/৪০ জনে শুভর ঘরে প্রবেশ করে এবং তার বাবা শেখ নাছির মা লিলি বেগম ও ভাই শেখ রাহাতের উপর অতর্কিত হামলা চালায়। পরে তার ঘর ভাঙচুর চালায়।

তারই ধারাবাহিকতায় ঘটনার দিন দুপুরে মান্না স্থানীয় সন্ত্রাসী ও কথিত নেতা শিশির ও রনি ওরফে চোরা রনিকে তার বাসায় ডেকে পাঠায়। তাদের কথায় শুভ ঘর থেকে বের হয়ে মান্নার সাথে দেখা করার জন্য তাদের সাথে মানিক মিয়া স্কুলের সামনে যায়। পরে মান্নার নেতৃত্বে শিশির, রনি ওরফে চোরা রনি, মামুন ওরফে কসাই মামুন ও জাবেদ সহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনে স্কুলের ভিতরে আটকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে রামদা চাপাতি সেনা সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার মামা কাজী শাওন, ছোট ভাই নবীন এনামুল ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক শেবাচিম হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে শেবাচিম হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান, ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

মান্না ও তার বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। কেউ মুখ খুললে গেলে তাদেরকে হত্যা ,হামলা ও মামলা সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। আহত ও তার পরিবার মান্নার ও তার বাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে । তার পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা