রেদোয়ান আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ,
মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে নদী ভাঙ্গন রোধের জন্য নতুন বাজেট বাস্তবায়ন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০২০-২০২১ অর্থ বছরের পরিচালন ব্যয় খাতের আওতায় পণ্য ও সেবার ব্যবহার খাতভূক্ত বাধ মেরামত ও সংরক্ষণ অর্থ কোড(৩২৫৮১৩৭)-এর অনুকূলে প্রকল্প ওয়ারী বরাদ্দ পাশ হয়েছে গত নভেম্বর ২০২০ সনে, উক্ত প্রকল্পের অধিনে নাজিরপুর ইউনিয়নের ঘোষের চর দাখিল মাদ্রাসা স্পটে ১০,০০০ (দশ হাজার) জিওব্যাগ (বস্তা) গত ২৬/০৪/২০২১ (সোমবার) পৌছায়,বাকী পাচ স্পটের বস্তা সাইটে আসা চলমান, ২৭/০৪/২০২১ (মঙ্গলবার) বালু ভরার কাজ শুরু হয়েছে। উক্ত বাজেট কৃত প্রকল্পের নাম হলো: মুলাদী উপজেলার জয়ন্তী নদীর ভাঙ্গন হতে নাজিরপুর বাজার ও অন্যান্য স্থাপনা রক্ষা প্রকল্প।
উক্ত নামে পাঁচটি প্রকল্প এবং মুলাদী উপজেলার জয়ন্তী নদীর ভাঙ্গন হইতে দক্ষিণ নাজিরপুর হতে ঘোষেরচর অন্যান্য স্থাপনা রক্ষাকল্পে প্রাথমিক/ প্রাক প্রতিরক্ষা কাজ। উক্ত কাজের আইডি নং যথাক্রমে ৩০৫১০০০২, ৩০৫১০০০৩, ৩০৫১০০০৪, ৩০৫১০০০৫, ৩০৫১০০০৬ ও ৩০৫২০০০১। উক্ত ছয়টি স্কীমের কোড নং যথাক্রমে ১৬০৪ প্রাথমিক /প্রাক প্রতিরক্ষা কাজ, তিনটি। ১৬০১ স্টক ম্যাটেরিয়াল ডাম্পিং দুইটি।
১৬০৩ প্রাথমিক/ প্রাক প্রতিরক্ষা কাজ একটি, মোট ছয়টি। বাজেট টি বাস্তবায়নে নাজিরপুর গড়ার রুপকার,আধুনিক নাজিরপুর গড়ার কারিগর,নাজিরপুর বাসী কে স্বপ্ন দেখিয়ে বসে থাকেন না স্বপ্ন বাস্তবায়ন করেন বার বার যিনি, কথা নয় কাজে বিশ্বাসী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ ইমদাদুল হক এর অবদান রয়েছে। নাজিরপুর এলাকাবাসী বাজেট টি বাস্তবায়ন হওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং মোঃ ইমদাদুল হক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।