মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে অসহায় ও দুঃস্থ কর্মহীন লোকদের মাঝে ভ্যান ও ভিক্ষা বৃত্তি বন্ধের লক্ষে ভিক্ষুকদের মাঝে দোকান বিতরন করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার(পদোন্নতী প্রাপ্ত বরগুনা জেলার অতিরিক্তি জেলা প্রশাসক) শুভ্রা দাস। গতকাল ২৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে পরিষদ হল রুমে ভ্যান ও দোকান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান হাজী মুহসিন উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা উত্তম কুমার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দসহ সুবিধাভুগি অসহায় দুঃস্থ কর্মহীন মানুষ। ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য ৩জনের মাঝে মালামালসহ ৩টি দোকান প্রদান ও ১০জন অসহায় ও দুঃস্থ কর্মহীন লোকদের মাঝে ভ্যান বিতরণ করা হয়। মুলাদী উপজেলা নির্বাহী অফিসারকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের বিদায়ী সংবর্ধণা মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক, সদ্য পদোন্নতী প্রাপ্ত বরগুনা জেলার অতিরিক্তি জেলা প্রশাসক শুভ্রা দাস কে বিদায়ী সংবধর্ণা দিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার আলহাজ্ব শুক্কুর আহমেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ খান, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা হাজী মোহসীন উদ্দিন খান সহ উপজেলা সকল মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা এমদাদ খান।