রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
শিরোনাম :

ঝালকাঠি শহরের বড় বাজারে টিসিবির তেল মুদি দোকানে, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক::

ঝালকাঠি শহরের বড় বাজারে দুইটি মুদি দোকান থেকে টিসিবির (সরকারি ভর্তুকির নিত্যপ্রয়োজনীয় পণ্য) দুই লিটারের ৯ বোতল সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ডিলার ব্যতীত সরকারি ভর্তুকি পণ্য দোকানে বিক্রির উদ্দেশে রাখার অপরাধে ওই দোকানিকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুসা ও মংএচেন এ অভিযান পারিচালনা করেন।

দণ্ডিত ব্যবসায়ীরা হলেন- শহরের বড় বাজারের ব্যবসায়ী কৃষ্ণকাঠি এলাকার লাল মিয়া। তার দোকান থেকে ২ লিটারের ৪টি এবং অপরজন হলেন আল্লারদান দোকানের মালিক মাহাবুব আলম। তার দোকান থেকে ২ লিটারের ৫টি তৈল উদ্ধার হয়।

সরকারি টিসিবির তেল রাখার অপরাধে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়। তবে দুই ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতকে নগদ জরিমানা দিয়ে জেল থেকে মুক্তি পান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা সতর্ক করে বলেন, সরকারি পণ্য দোকানে বিক্রির উদ্দেশে রাখা যাবে না। সরকার ভর্তুকি দিয়ে হত দরিদ্রদের মাঝে এ গুলো কম মূল্যে ডিলারের মাধ্যমে বিক্রি করছে। টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে বিক্রি করা অপরাধ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা