অনলাইন ডেস্ক::
ইরানে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ মে) দেশটির কোম শহরের একটি কারখানায় আকস্মিক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আরব নিউজের।
গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময রোববার ইরানের কোম শহরের একটি কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।